
প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ২৩:১৮

ভারতের তেলেঙ্গানা প্রদেশের এক পুলিশ সদস্যকে ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে। যেদিন তাকে আটক করা হয়েছে তার একদিন আগে তিনি সেরা পুলিশ কনস্টেবলের খেতাব পেয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেলেঙ্গানা পুলিশের ওই কনস্টেবলের নাম পাল্লে থিরুপাতি রেড্ডি। তিনি রাজ্যের মাহবুব নগর পুলিশ স্টেশনে কর্মরত। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে শুল্ক বিষয়ক মন্ত্রী ভি শ্রীনিবাস গৌদের হাত থেকে সেরা পুলিশ কনস্টেবলের পুরস্কার পান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব