মেক্সিকোয় মুমূর্ষু অবস্থায় ‘বহু বাংলাদেশি’ উদ্ধার
ক্ষুধার্ত শরীর নেতিয়ে পড়েছে পানিশূন্যতায়। কে কোথায় যাবে, কে খাবার দেবে তার কোনো হদিস নেই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এমন ৬৫ জন অভিবাসীকে একটি হাইওয়ে থেকে উদ্ধার করেছে মেক্সিকোর পুলিশ।
দেশটির ফেডারেল পাবলিক সেফটি ডিপার্টমেন্টের বরাত দিয়ে এপি জানায়, ভুক্তভোগীদের বৃহস্পতিবার গালফ কোস্টের হাইওয়েতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে।
মেক্সিকোর পুলিশ বলছে, ওই ৬৫ জনের ভেতর বড় একটি অংশ বাংলাদেশি। তবে তাদের নাম পরিচয় এবং সঠিক সংখ্যা জানানো হয়নি।দালালের মাধ্যমে আমেরিকায় যেতে চেয়ে ওই ৬৫ জন পথ হারিয়ে ফেলেন। ২৪ এপ্রিল তারা আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এরপর কাতার বিমানবন্দর হয়ে, তুর্কি থেকে কলম্বিয়ায় যান। সেখান থেকে ইকুয়েডর, পানামা এবং গুয়াতেমালা হয়ে মেক্সিকো আসেন। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারেন ভুল পথে এসেছেন!
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।