পলাশ শীল (মাস্কাট ওমান থেকে): মাস্কাট রিসেল গার্ডেনে পটিয়া সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির পরিবারের নেতৃবৃন্দরা।মরুভূমির বুকে পটিয়া বাসী এক হতে পেরে সবাই আনন্দিত বোধ করেন। সমিতির পরিবারের সিনিয়র নেতৃবৃন্দরা বলেন নিজ দেশের মাটি ছেড়ে সুদূর দেশে পাড়ি জমিয়ে নিজ পরিবার ও দেশের স্বচ্ছলতা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রবাসী ভাইয়েরা। সারা দিন পরিশ্রম করে শুধু পরিবার ও দেশের গরীব দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য।
পটিয়া সমিতি ওমান এর মাধ্যমে মানব সেবায় কাজ করার অঙ্গিকার বদ্ধ হয় সবাই। সাথে সাথে ওমান প্রবাসী পটিয়া কেলিশহর, রতন পুর মৌলভীবাজারের কৃতি সন্তান মৃত মোহাম্মদ মোক্তার হোসেনের ফ্যামেলির জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে পটিয়া সমিতির নেতৃবৃন্দর । কিছু দিন আগেও পটিয়া সমিতির সদস্য, জনাব রফিকুল আলমের হার্ট এর সমস্যা হওয়াতে মেডিকেল ও আর্থিক সহযোগিতার সেবা প্রধান করেন পটিয়া সমিতির নেতৃবৃন্দরা।
পরিশেষে, হাজী মোহাম্মদ নাজিম উদ্দীন ও সেলিম বলেন পটিয়া তথা বাংলাদেশের ওমান প্রবাসীদের পাশে থাকবেন ওমানস্থ পটিয়া সমিতি।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।