জাকির নায়েককে হত্যার আশঙ্কা মাহাথিরের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০১৯ ০৫:২৮ অপরাহ্ন
জাকির নায়েককে হত্যার আশঙ্কা মাহাথিরের

ভারতের আলোচিত ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে দিল্লির কাছে হস্তান্তর করা হলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় জাকির নায়েককে সেখানে ফেরত পাঠানো হবে না। 

তবে জাকির নায়েককে মালয়েশিয়ায়ও রাখতে চান না তিনি। এজন্য যদি অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায় তাহলে সেই দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মাহাথির। তিনি বলেন, যদি অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায়, তাহলে আমরা তাদের স্বাগত জানাব। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা ও মালয় মেইলের এক প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ এসব কথা বলেছেন।

এর আগে বুধবার মালয়েশিয়ার মন্ত্রীপরিষদের এক সভায় জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার জন্য চার মন্ত্রী সুপারিশ করেন। প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে এই সুপারিশ করার পর ওই মন্ত্রীরা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব