ব্যস্ত হাইওয়ে। সেখানে ছড়িয়ে পড়ল ডলার আর ডলার! রাস্তায় ছড়িয়ে পড়া অর্থের পরিমাণ প্রায় এক লাখ ডলার! সেগুলো কুড়োতে হাইওয়ের ধারে গাড়ি থামিয়ে নেমে পড়লেন চালকরা। যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায়।মনে করা হচ্ছে, এটিএম বা ব্যাংকের জন্য ডলার নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে। কিন্তু অসাবধানতার বশে ঠিক করে লাগানো হয়নি ট্রাকের পেছনের দরজা। আর তাতেই বিপত্তি। আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ খুলে যায় ট্রাকের দরজা।ফিল্মি দৃশ্যের মতোই নোটগুলো ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গিয়েছে কড়কড়ে ডলারে। এমন আজব দৃশ্য দেখে হকচকিয়ে যান হাইওয়ে দিয়ে যাওয়া চালকরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারেন কুড়িয়ে নেন কাঁড়ি কাঁড়ি ডলার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রায় এক লাখ মার্কিন ডলার খোয়া গেছে ওই রাস্তায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।