পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৮৪ জন। আহতদের মধ্যে তিন-চারজনের অবস্থা বেশ গুরুতর। আহত সবাইকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার সকালে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার জেলার সাদিকাবাদের ওয়ালহার রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।এদিকে ট্রেন দুর্ঘটনায় হতাহতের খবরে শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।জানা যায়, দেশটির পূর্বাঞ্চলীয় লাহোর শহর থেকে একটি যাত্রীবাহী ট্রেন আসছিল। সে সময় রেলক্রসিংয়ের ওপর থেমে থাকা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ওই যাত্রীবাহী ট্রেনটির সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ জানায়, বলেন, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে তিন-চারজনের অবস্থা বেশ গুরুতর। এর আগে গত জুনে দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।