পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ওই সাংবাদিক খুন হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বোল নিউজের উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মুরাদ আব্বাস। করাচি শহরের খায়াবাইন-ই-বুখারি নামের একটি স্থানীয় ক্যাফের বাইরে ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে এক আততায়ীর পরিচয় পাওয়া গেছে। তার নাম আতিফ জামান। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি সাদা গাড়ি থেকে মুরাদ আব্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়েন আতিফ জামান।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাসের এক বন্ধু জানিয়েছেন কারো সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছিল। ওই ঘটনায় আব্বাসের বন্ধু খিজার হায়াতও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন। এই হত্যাকাণ্ডের পর ওই আততায়ীর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সে সময় তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।