কানাডায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুলাই ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
কানাডায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৃহস্পতিবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, দেশটির ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভ্যানকুভারের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। কানাডার ভূমিকম্প সেন্টার বলছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরাঞ্চলের ভ্যানকুভার দ্বীপ ও তৎসংলগ্ন এলাকা। তবে এতে সুনামির আঘাত হানার কোনো শঙ্কা নেই। তবে কোনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইনিউজ ৭১/এম.আর