ইলেকট্রিক সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে কিছু দিন ধরেই চুলচেরা বিশ্লেষণ চলছে। এমন এক সময়ে ইলেকট্রিক সিগারেট খেতে গিয়ে বিস্ফোরণে মুখের চোয়াল ভেঙে গেল যুক্তরাষ্ট্রের ১৭ বছরের এক কিশোরের। চিকিৎসকরা বলছেন, ছেলেটির সবগুলো দাঁত বেরিয়ে এসেছে এমন কাণ্ড ঘটার পর।
সেই ভাঙা চোয়াল নিয়ে দুই ঘণ্টায় চারশ কিলোমিটারেরও বেশি যাত্রা করে উতাহের একটি বেসরকারি হাসপাতালে নিজেই ভর্তি হয় ওই কিশোর। হাসপাতালের পক্ষ থেকে কিশোরের বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পেড্রিয়াটিক যে হাসাপাতালে সে ভর্তি হয়েছে সেখানে সিটি স্ক্যানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর তাতেই দেখা গেছে, ১৭ বছরের ওই কিশোরের দাঁত ভেঙে বেরিয়ে এসেছে সে চিত্রটি প্রকট হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।