উগান্ডার প্রধানমন্ত্রী রুহাকানা রুগুন্ডার এক বিবৃতিতে বুধবার জানান, বুদুদা জেলায় স্থানচ্যুতি, সম্পত্তি ধ্বংস ও মানুষ নিখোঁজের প্রতিবেদন পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী রুহাকানার এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে রেড ক্রস টিম ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারের কাজে নিয়োজিত আছে। রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, ভুমিধসে অন্তত ৫০ জন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে, এবং এতে ১৫০ ঘর বাড়ি ধ্বংস হয়েছে।