উগান্ডায় ভূমিধসে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই জুন ২০১৯ ১০:৩২ পূর্বাহ্ন
উগান্ডায় ভূমিধসে নিহত ৫

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভুমিধসে উগান্ডায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া এতে এক ডজনের বেশি লোক এখনো নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে। খবর আল জাজিরার।


উগান্ডার প্রধানমন্ত্রী রুহাকানা রুগুন্ডার এক বিবৃতিতে বুধবার জানান, বুদুদা জেলায় স্থানচ্যুতি, সম্পত্তি ধ্বংস ও মানুষ নিখোঁজের প্রতিবেদন পাওয়া গেছে।


প্রধানমন্ত্রী রুহাকানার এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে রেড ক্রস টিম ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারের কাজে নিয়োজিত আছে। রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, ভুমিধসে অন্তত ৫০ জন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে, এবং এতে ১৫০ ঘর বাড়ি ধ্বংস হয়েছে।


উগান্ডার রেড ক্রসের মুখপাত্র ইরেনি নাকাসিতা ভুমিধসে ৫ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা ও শিশু রয়েছে বলে জানান তিনি।