
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ২০:২৪

ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে অচল হয়ে গেল ভাইকিং স্কাই নামের একটি প্রমোদতরী। এতে আটকা পড়েছে ১৩০০ যাত্রী। যাত্রীদের বেশিরভাগই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শনিবার (২৩ মার্চ) উপকূলের দিকে ফেরার পথে ভাইকিং স্কাই নামের প্রমোদতরীটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ইতিমধ্যে ৫টি হেলিকপ্টার ও বেশ কয়েকটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩০০ জন যাত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে উদ্ধার করা হয়েছে। নরওয়ের উত্তর পূর্বের শহর ট্রমসো থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর স্ট্রাভ্যাঙ্গারের দিকে যাচ্ছিল জাহাজটি।

ইনিউজ ৭১/এম.আর