গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ আধিপত্যবাদী জঙ্গি ব্রেনটন টেরেন্ট। ওই হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে মসজিদে হামলার এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। এদিকে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদের শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর তাদের দাফনের কাজ চলছে।
গতকাল দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। আর নিহত এক মুসল্লির দাফন অনুষ্ঠানে শোকাহত এক মুসলিম যুবককে সান্ত্বনা দিতে বুকে টেনে নেন নিউজিল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মুসলমান নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নারী পুলিশ সদস্যরা হিজাব পরে নিজেদের দায়িত্ব পালন করেছেন। মাথায় কালো কাপড় পরে নিজেদের দায়িত্ব পালন করেছেন।
নিউজিল্যান্ডের নারীরা হিজাব পরে ক্রাইস্টচার্চে নিহত মুসলমানদের প্রতি সংহতি জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কালো হিজাব পরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ কবরস্থানে পাহারা দিচ্ছিলেন এক নারী পুলিশ। তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র আর মাথায় ছিল কালো কাপড়। সঙ্গে ছিল একটি লাল গোলাপ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।