
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৯:৪০

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে ট্রামে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রামের ভেতর হামলা চালানো বন্দুকধারী হলেন তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস। ডাচ পুলিশ তানিসের একটি ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানায়। এর পরেই তাকে তাকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়। হামলার ঘটনা থেকে প্রায় দুই মাইল দূরের একটি ভবন থেকে গোকমেনকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কি কারণে সে হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। হামলার পর পরই ইউট্রেখট শহরের সব স্কুল বন্ধ করে দেয়া হয় এবং দেশের বিমানবন্দর এবং মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর