ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। তিনি বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন। তাকে স্বাগত জানতে ওয়াঘা সীমান্তে গিয়েছেন তার পরিবাবের সদস্যরা। কিন্তু ভারতে ফিরেই তিনি পরিবারের কাছে ফিরতে পারছেন না। কয়েকটি পরীক্ষার মুখোমুখি হতে পারেন অভিনন্দন। দেশটির বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে এমন ইঙ্গিত মিলেছে। ধারণা করা হচ্ছে, ওয়াঘা সীমান্ত থেকে সরাসরি বিমান বাহিনীর গোয়েন্দাদের কাছে নিয়ে যাওয়া হবে তাঁকে। বেশ কিছু ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অভি নন্দনকে। দেখা হবে তিনি ফিট কিনা।
বন্দিদের শরীরে অনেকসময় মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় শত্রুপক্ষ। অভি নন্দনের শরীরে সেরকম কোন চিপ বসানো হয়েছে কিনা, তা স্ক্যান কেরে দেখা হবে। মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভি নন্দনকে। বন্দি থাকা অবস্থায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য হাতাতে শত্রুপক্ষ তাঁকে অত্যাচার করেছে কিনা তা জানার চেষ্টা করা হবে। পাকিস্তানে কোন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কিনা দেখা হবে তাও। অভি নন্দনকে জেরা করতে আনা হতে পারে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) কর্মকর্তদেরও। তবে সচরাচর পাইলটদের তাঁদের হাতে তুলে দেয় না বিমান বাহিনী। তাই অভিনন্দনের ক্ষেত্রে তা নাও হতে পারে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।