এবার আটকে পড়া পাকিস্তানিদের খাবার খাওয়ালো ভারতীয় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১লা মার্চ ২০১৯ ০৫:০০ অপরাহ্ন
এবার আটকে পড়া পাকিস্তানিদের খাবার খাওয়ালো ভারতীয় পুলিশ

সীমান্তে উত্তেজনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ভারতের দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত চলাচল করা ‘সমঝোতা এক্সপ্রেস’ ট্রেনও। এই অবস্থায় ‘সমঝোতা এক্সপ্রেস’ ট্রেনে লাহোর অভিমুখে যে পাকিস্তানিরা ভারত থেকে রওয়ানা হয়েছিলেন, তারা আটকা পড়েছেন পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের কাছে আত্তারি রেলওয়ে স্টেশনে। 

দু’দেশের সীমান্ত আর নেতৃত্ব পর্যায়ে একপ্রকার যুদ্ধাবস্থা বিরাজ করলেও আটকে পড়া সেই পাকিস্তানিদের এই শঙ্কায় ভুগতে দিচ্ছে না ভারতের পুলিশ। তাদের নিয়মিত খাবার-পানি সরবরাহ করে আসছে তারা। পাকিস্তানের সংবাদমাধ্যমেই এই সৌজন্যমূলক আচরণের মুহূর্তের ছবি প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘সমঝোতা এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে স্থগিত হওয়ায় আটকে পড়া পাকিস্তানি যাত্রীদের মাঝে খাবার বিতরণ করছেন পাঞ্জাবের পুলিশ সদস্যরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব