পাকিস্তানের সেনা সদস্যের সাথে হাসিমুখে ছবি টুইট করেছেন বিশ্ব বিখ্যাত ফার্স্ট বোলার শোয়েব আখতার। তার পর পরই ভাইরাল হয়ে যায় টুইট করা ছবিটি। টুইট করে তিনি বলেন, কয়েকদিন ধরে আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমরা যুদ্ধ চাইনা। আলোচনায় বসে সমাধানের পরামর্শ দিয়েছেন। কিন্তু আমাদের দেশ যদি হুমকির মুখে পড়ে তাহলে যথাযথ জবাব দেয়া হবে।
শোয়েব আখতারের এই টুইটের সাথে অনেকেই রিটুইট করেছেন। এদিকে বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও ভারতীয় ভূখন্ডে বোমা নিক্ষেপের পর বিকালে ৬ মিনিটের সংক্ষিপ্ত এই ভাষণে ইমরান খান ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।