'পাকিস্তান তার সুবিধামতো এর জবাব দেবে'

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৩ অপরাহ্ন
'পাকিস্তান তার সুবিধামতো এর জবাব দেবে'

ভারত প্রথমে হামলা করেছে এবং পাকিস্তান তার সুবিধামত সময় ও জায়গাতে এর জবাব দেবে বলে জানালেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পাকিস্তানের ‘ন্যাশনাল সিকিউরিটি কমিটি’(এনএসসি) এক বিবৃতিতে একথা জানায় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’। মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বিবৃতি পাঠ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এসময় আরও উপস্থিত ছিলেন দেশটির অর্থমন্ত্রী আসাদ উমার এবং প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক। বিবৃতিটি অনুসারে ইমরান খান পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণকে যেকোন পরিণতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি এই অঞ্চলে ভারতের দায়িত্বজ্ঞানহীন দুষ্কর্মগুলো বৈশ্বিক নেতাদের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের পক্ষ থেকে বালাকোটে কথিত সন্ত্রাসী শিবিরে হামলা এবং ব্যাপক হতাহতের যে দাবি করা হয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এনএসসি।

বিবৃতিটিতে বলা হয়, ভারত যে জায়গায় হামলা করেছে বলে দাবি করছে, তা সারাবিশ্বের মানুষের জন্য উন্মুক্ত আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। উড়োজাহাজ প্রস্তুত আছে। যদি আবহাওয়া ঠিক থাকে তবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে যেন, তারা ভারতের প্রোপাগান্ডা তুলে ধরতে পারে বিশ্বের কাছে। তিনি বলেন, পাকিস্তানের অনুরোধে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি) একটি জরুরি বৈঠক ডেকেছে। এছাড়া প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’র(এনসিএ) সঙ্গে একটি বিশেষ বৈঠক করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব