ভিয়েতনামে বৈঠককালে আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেছে। তবে তারা আসল ট্রাম্প-কিম নন। বিশ্ববাসীকে আনন্দ দিতেই হুবহু তাদের সাজে সেজে শুক্রবার হ্যানয়ে একটি ভুয়া বৈঠকে বসেছিলেন নকল ট্রাম্প-কিম। পরে পুলিশ তাদের আটক করে। বিবিসি জানায়, চুলে কিমের মতোই ছাঁট। অবিকল দেখতে নকল কিম আসলে হংকংয়ের নাগরিক হাওয়ার্ড এক্স। আর ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইট কানাডীয় নাগরিক। মাথায় সাদা-লালচে চুল, চলাফেলায়ও ট্রাম্পের মতো একই ঢং।
শুক্রবার হ্যানয়ে একটি ভুয়া বৈঠকে বসেছিলেন নকল ট্রাম্প-কিম। পরে তারা স্থানীয় একটি টেভিলিশনকে সাক্ষাৎকার দেন। কিছুক্ষণ পরেই তাদের আটক করা হয়। হাওয়ার্ড ও রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। এএফপি বলেছে, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য হুমকি দিয়েছে পুলিশ। গত বছর সিঙ্গাপুরে প্রথম বৈঠকের আগেও শিরোনামে এসেছিলেন কিমের ফটোকপি হাওয়ার্ড।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।