চকবাজারে অগ্নিকাণ্ড: সৌদি বাদশাহ-যুবরাজের শোক

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২২শে ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৩ অপরাহ্ন
চকবাজারে অগ্নিকাণ্ড: সৌদি বাদশাহ-যুবরাজের শোক

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন সৌদি বাদশা ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। 

আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদও অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য  শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব