সিরিয়ার ইদবিলে বোমা বিস্ফোরমে শিশুসহ ২৪ জন প্রাণ হারিয়েছে৷ এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ প্রকাশিত খবর অনুযায়ী, একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হলে আরও একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়৷ এখনও কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি৷ প্রসঙ্গত, গত রোববার পাকিস্তানের আর্মি কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। সৌদি যুবরাজের পাকিস্তান সফরের আগেই এই ভয়াবহ জঙ্গি হামলা। বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, চীনা পাকিস্তার করিডরের বালগাতারে এই আত্মঘাতী হামলা হয়েছে৷ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা রাজি সাংগার ট্যুইট করে এই হামলার দায় স্বীকার করেছে৷ বালুচিস্তানের জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে সৌদি আরবের উচিত নয় সন্ত্রাস বিধ্বস্ত পাকিস্তানে বিনিয়োগ করা৷ তাই সৌদির রাজাকে বার্তা দিতেই এই আত্মঘাতী হামলা চালানো হল৷
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।