একসঙ্গে ৬টি কন্যা এবং একটি পুত্রসন্তানের জন্ম দিয়ে ইতিহাস গড়লেন ইরাকের দিয়ালা প্রদেশের এক নারী। ২৫ বছর বয়সী ওই মা একেবারে প্রাকৃতিক উপায়ে ওই ৭ শিশু প্রসব করেন। জন্ম নেয়া ৭টি শিশুই সুস্থ আছে। সুস্থ আছে তাদের মাও। ধারণা করা হচ্ছে, ইরাকে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে।
তবে ওই মায়ের নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে বলেন, ৭ শিশুর মধ্যে ৬টিই মেয়ে। একটি ছেলে। তাদের মেডিকেল চেকআপ করা হয়েছে। যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় ছোট্ট ছোট্ট চারটি শিশু একসঙ্গে একটি বিছানার ওপর শুয়ে আছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।