মসজিদ-উল-আকসার সাবেক খতিবের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৭ অপরাহ্ন
মসজিদ-উল-আকসার সাবেক খতিবের ইন্তেকাল

মুসলিম উম্মাহর প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদ-উল-আকসার সাবেক খতিব শায়েখ মুহাম্মাদ সিয়াম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সুদানের রাজধানী খুরতুমের সরকারী একটি হাসপাতালে শায়েখ সিয়াম ইন্তেকাল করেন। খবর আনাদুলু এজেন্সির। ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম দুনিয়া আল-ওয়াতান জানিয়েছে, হামাস-আন্দোলন প্রতিষ্ঠার অন্যতম সদস্য এবং গাজা ইউনিভার্সিটির প্রাক্তন এ উপাচার্য হৃদরোগে আক্রান্ত হলে খুরতুমের একটি সরকারী হাসপাতালে আনা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, শায়েখ সিয়াম দীর্ঘদিন মসজিদ-উল-আকসায় খতীবের দায়িত্ব পালন করার পরে ১৯৮৮ সালে হামাসের আন্দোলনের সাথে সম্পৃক্ততার কারণে গাজা থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক বহিষ্কৃত হন। পরে হিজরত করে তিনি সুদানে চলে আসেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করেন।

ইনিউজ ৭১/এম.আর