ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, নিহত ১৮

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ ০৬:১৪ অপরাহ্ন
ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, নিহত ১৮

ভয়াবহ জঙ্গি হামলা কাশ্মীরে। অন্তত ১৮ জওয়ান শহিদ হয়েছেন ভয়াবহ বিস্ফোরণে। বৃহস্পতিবার দুপুরে সিআরপিএফ কনভয়কে লক্ষ্য করে হামলা হয়। অন্তত ২৫ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছে বলে খবর। শহিদের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিককালের মধ্যে এটাই অন্যতম বড় জঙ্গি হামলা। ভয়াবহ আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে কাশ্মীরের অবন্তীপুরায়। এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর দিয়ে বাসে চেপে যাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সেইসময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গত কয়েকদিন ধরেই ওই হাইওয়ে বন্ধ রাখা হয়েছিল। রাজধানী শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটল। বাসে অন্তত ৩৫ জন সিআরপিএফ জওয়ান ছিলেন বলে জানা গিয়েছে। উরি হামলার পর এটাই সবথেকে বড় হামলার ঘটনা কাশ্মীরে। এদিন বিস্ফোরণের পর গ্রেনেড, গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশবাহিনী।

ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি। বুধবারই কাশ্মীরের পুলওয়ামার স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়৷ অন্তত ১২ জন পড়ুয়া আহত হন৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ জানা গিয়েছে, পুলওয়ামার কাকপোরার কাছে একটি বেসরকারি স্কুলের ভেতরে হয় বিস্ফোরণটি৷ সেই সময় ক্লাস চলছিল৷ বিস্ফোরণ হওয়া মাত্র কেঁপে ওঠে গোটা স্কুল৷ আহত হয় ১২ পড়ুয়া৷ বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ তবে কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেন৷ ঘড়ির কাঁটায় আড়াইটে নাগাদ ঘটে বিস্ফোরণটি৷ আইইডি ফেটে এই বিস্ফোরণ কিনা তা এখনও অবধি পরিস্কার নয়৷ সাধারণত প্রবল শীতের কারণে কাশ্মীরে এই সময় স্কুল বন্ধ থাকে৷ পুলওয়ামার স্কুলটি এদিন পরীক্ষার জন্য বিশেষ ক্লাস রেখেছিল৷ সেই কারণে খোলা ছিল স্কুলটি৷ আহতরা সকলে দশম শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে৷

ইনিউজ ৭১/টি.টি. রাকিব