প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭
ইরানে উৎসব মুখোর পরিবেশে পালিত হচ্ছে দেশটির ইসলামি বিপ্লবের বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচী গ্রহণ করেছে ইরানি কর্তৃপক্ষ। এদিন দেশজুড়ে অনুষ্ঠিত হবে বিশাল মিছিল ও শোভাযাত্রা। তাছাড়া আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি জাতীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বানী দিবেন বলেও আশা প্রকাশ করা হচ্ছে কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই ইসলামি বিপ্লব দিবসের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম পার্স টুডে। প্রতিবেদনে বলা হয়, এবারের শোভাযাত্রায় প্রায় লাখো-কোটি মানুষ অংশ নিতে পারে বলে আশা প্রকাশ করছে ইরানি কর্তৃপক্ষ। এবারের বিজয় দিবসকে কেন্দ্র রেখে রবিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত নয়টায় গোটা দেশ ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে। এ সয় ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসঙ্গে বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা খুব শিগগিরই জাতীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী দিবেন বলে জানিয়েছে তার দফতর। অতি গুরুত্বপূর্ণ সেই বাণীতে অসংখ্য দিকনির্দেশনা মূলক তথ্য থাকবে বলেও জানানো হয়। উল্লেখ্য, ইরানি বিপ্লব (যা ইসলামি বিপ্লব বা ১৯৭৯ সালের বিপ্লব নামেও বেশ পরিচিত) হচ্ছে ১৯৭৯ সালে ঘটে যাওয়া একটি যুগান্তকারী বিপ্লব যা কিনা ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করেছে। এই বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয়তম মহান বিপ্লব। গত ৪০ বছর আগে আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে ইরানে ইসলামি বিপ্লবের সূচনা করেন। আর সেই থেকে আজ অবদি তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশটি একের পর এক সংঘাত মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব