ডা. উইলিয়ামও জানিয়েছেন, হাজার হাজার রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহার করেছেন। স্কুলে কান্নাকাটি, মারামারি করে চার বছর বয়সী ছেলে। কোনোকিছুতে মন নেই, এমনকি মানসিকভাবেও অবসাদগ্রস্থ। এমন সমস্যায় পড়ে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন বাবা। চিকিৎসকের চিকিৎসা পদ্ধতিও অভিনব। ওই শিশুকে সারাতে দিলেন গাঁজার বিস্কুট। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনার পর ওই উইলিয়াম আইডেলম্যান নামের ওই চিকিৎসকের লাইসেন্স কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। তবে ক্যালিফোর্নিয়ার মেডিকেল বোর্ডের এমন দাবির বিপক্ষে আপিল করেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে চার বছরের সন্তানকে নিয়ে উইলিয়ামের কাছে চিকিৎসার জন্য যান বাবা। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে সামান্য পরিমাণে গাঁজা দিতে বলেন উইলিয়াম। পরে স্কুলের নার্সের কাছে বিষয়টি ধরা পড়ে। এদিকে ওই শিশুর বাবারও নাকি ছোটবেলায় একই ধরনের সমস্যা ছিল। এটি সমাধানে তাকে সে সময় গাঁজার চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি আবার গাঁজা সেবন শুরু করেন। ওই ব্যক্তি জানান, গাঁজা তার স্বভাব পরিবর্তন করেছিল। এর ফলে স্ত্রীর সঙ্গে তার ঝগড়ার সম্পর্কও সমাধান হয়ে যায়। ওই ব্যাক্তি জানান, তার বড় ছেলেকেও তিনি ছেলেবেলায় একই কারণে গাঁজা দিয়েছিলেন। আর দুই সন্তানের ওপরই নাকি গাঁজা বেশ ইতিবাচক প্রভাব ফেলেছিল। ক্যালিফোর্নিয়ায় চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার সেই ১৯৯৪ সাল থেকেই বৈধ। ডা. উইলিয়ামও জানিয়েছেন শুধু ওই শিশু না, হাজার হাজার রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহার করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।