প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের রেশ না কাটতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটেছে আরেক মর্মান্তিক বোমা হামলা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ইসলামাবাদের কাচেহরি আদালত সংলগ্ন ব্যস্ত এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
