প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্ত্রিসভায় রদবদলের মাধ্যমে শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এর ফলে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী। এই পদে নিযুক্ত হওয়া শাবানা পাকিস্তানি বংশোদ্ভূত এবং যুক্তরাজ্যের অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে আসছেন।