মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজবাগ এলাকায় রবিবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
অগ্নিকাণ্ডে মানিক মোদক ও বিষু ঘোষের ঘরসহ আসন্ন পৌষ সংক্রান্তি মেলায় বিক্রির জন্য প্রস্তুত মিঠাই-মণ্ডা, নগদ টাকা এবং অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে।
মানিক মোদক জানান, “মেলায় বিক্রির জন্য মিষ্টি মুড়ি, তিলের খাজা, বাতাসা, ও মণ্ডা তৈরি করে রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে ধোঁয়া দেখে ঘর থেকে স্ত্রী-সন্তানসহ বের হয়ে প্রাণ রক্ষা করি। কিন্তু চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
পাশের বিষু ঘোষের একটি খালি বসতঘরও আগুনে পুড়ে যায়। বিষু ঘোষ জানান, তার ঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গল ইউনিটের পরিদর্শক সোলাইমান আহমদ বলেন, “মানিক মোদকের ঘরে বড় চুলায় মিঠাই তৈরির সময় ব্যবহৃত তেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। প্রাথমিক হিসেবে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আগুনে সর্বস্ব হারিয়ে দুই পরিবারের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। মানিক মোদক জানান, “ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে নেয়া টাকা, মেলার জন্য তৈরি করা সব পণ্য এবং ঘরের মালামাল—সব পুড়ে ছাই হয়ে গেছে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি পরিবার এখন আর্থিক সংকটে ভুগছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থায়ী সমাধানের জন্য আর্থিক সহযোগিতা কামনা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।