পাংশায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
পাংশায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে দৈনিক কালবেলা’র পাংশা উপজেলার প্রতিনিধি মো. শামীম হোসেনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা ও উপজেলার সাংবাদিকরা। রবিবার (১২ জানুয়ারি) পাংশা পৌর শহরের আ. মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনের সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ জিন্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা টিভির পাংশা ও কালুখালী উপজেলা প্রতিনিধি রতন মাহমুদ।


বক্তারা বলেন, “মো. শামীম হোসেনের নামে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি একজন দায়িত্বশীল সাংবাদিক। তার বিরুদ্ধে এমন মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানাই।”


বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, যায় যায় দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য কাজী সেলিম মাবুদ, এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।


মানববন্ধনে রাজবাড়ী, পাংশা, কালুখালী ও অন্যান্য উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মো. আব্দুল্লাহ বাবু আহত হন। এ ঘটনায় তার বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৩১ অক্টোবর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।


মামলায় ৮৪ জনকে আসামি করা হয়, যার মধ্যে মো. শামীম হোসেনকে ৫৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে যুবলীগ নেতা হিসেবে চিহ্নিত করা হয়।


সাংবাদিকদের পক্ষ থেকে এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়। তারা দাবি করেন, “শামীম হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার সাংবাদিকতার কর্মক্ষেত্রকে বাধাগ্রস্ত করতে এমন মামলা দায়ের করা হয়েছে। আমরা তার নিরাপত্তা নিশ্চিত এবং মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানাই।”


মানববন্ধনে সাংবাদিকরা এই মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করেন।