মাদারীপুরের কালকিনি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রশাসন আয়োজক হিসেবে উপস্থিত ছিল।
সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মস্তফা কামাল, উপজেলা সহসমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজামান, আইসিটি কর্মকর্তা আরিফুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ সভায় বক্তব্য রাখেন, "আপনাদের সহযোগিতার কারণে কালকিনির আইন-শৃঙ্খলা অনেকটা ভালো রয়েছে। বৈষম্যহীন সমাজ গঠন এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের একসাথে কাজ করতে হবে," বলেন তিনি।
এছাড়া, সভায় এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়েও আলোচনা করা হয়। প্রতিটি দপ্তরের প্রধানরা তাদের কার্যক্রম তুলে ধরেন এবং একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সভায় উপস্থিত সকলেই উপজেলার উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।