পাবনায় শেখ মুজিবের বক্তব্য বাজানোর অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , পাবনা
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ অপরাহ্ন
পাবনায় শেখ মুজিবের বক্তব্য বাজানোর অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে বাজানোর অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলী খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, তার বিরুদ্ধে আ.লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগও আনা হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতিরও দায়িত্বে রয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ ডিসেম্বর) রাতে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০০-৪০০ নেতাকর্মী একত্রিত হয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মাইকে বাজানো হয়। অভিযোগ, তারা ওই সময় নাশকতার উদ্দেশে গোপনে বৈঠকও করছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে প্রচার চালাচ্ছিলেন। এলাকায় এ ঘটনা জানাজানি হলে পুলিশ খবর পায় এবং তাৎক্ষণিক অভিযান চালায়।


পুলিশের আসার খবর পেয়ে সভায় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন, কিন্তু এরপর সোমবার দুপুরে পাবনা সদর থানা পুলিশের এসআই মো. ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, "শেখ মুজিবের ভাষণ মাইকে বাজানো হচ্ছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রচারণা চালাচ্ছিল, এমন অভিযোগে মোস্তফা আলী খানকে আটক করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।"


এছাড়া, গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ রোডে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে দুজন শিক্ষার্থীকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা দায়ের হয় এবং সোমবার এক মামলায় মোস্তফা আলী খানকে গ্রেপ্তার দেখানো হয়।


উল্লেখ্য, গত ৫ আগস্টের পর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকারী কাজে উপস্থিত না থাকায় মোস্তফা আলী খানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।