মির্জাগঞ্জে তরমুজ ক্ষেত পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: বুধবার ২১শে ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২২ অপরাহ্ন
মির্জাগঞ্জে তরমুজ ক্ষেত পরিদর্শনে ইউএনও

স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)”প্রকল্পের আওতায় পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রাগঞ্জ(মনোহরখালী) পায়রা নদীর চরে তরমুজ ক্ষেত পরিদর্শন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চড়ে তরমুজসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে। উচ্চ মূল্যের ফসল উৎপাদন প্রদর্শনী সফল কৃষক হায়দার আলীর ক্ষেত আজ বুধবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ সাইয়েমা হাসান। 


এ সময় তার সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইমরান জাহিদ খান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান,  উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শহীদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা, একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক উত্তম গোলদারসহ কৃষকরা উপস্থিত ছিলেন। 


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন বলেন, পায়রা নদীর এ চরে  প্রায় ১১০০ একর জমিতে বিভিন্ন প্রকারের ফসল চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে প্রায় ১ শত একর জমিতে তরমুজ চাষ হয়েছে। একাধিক কৃষক বিক্রি করতে করা শুরু করেছেন। তরমুজ ছাড়াও পিঁয়াজ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ, পল, চিচিঙ্গা, শসা, লাউ, করলা সহ বিভিন্ন প্রকারের সবজি চাষ করে।