প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫
ভারতের দিল্লিতে খারাপ আবহাওয়া ও দুর্বল দৃশ্যমানতার কারণে রবিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। দেশটির বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভোরে দিল্লির বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে সাতটির মতো ফ্লাইট জয়পুরে এবং একটি ফ্লাইট মুম্বাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রের উদ্ধৃতি দিয়ে এএনআই বলেছে, দিল্লির বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে সাতটি ফ্লাইট জয়পুরে এবং একটি ফ্লাইট মুম্বাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ফ্লাইটগুলো ঘুরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া রবিবার সকালে ভারতের জাতীয় রাজধানীতে ঘন কুয়াশা দেখা গেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানকার আর কে পুরম এলাকার সর্বনিম্ন তাপমাত্রা দিনের শুরুতে ঘণ্টায় সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে অসহনীয় ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রাস্তায় লোকজনের পাশাপাশি গৃহহীনরা সরকার পরিচালিত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এএনআই অনুসারে, দিল্লিতে রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রগুলোতে গৃহহীন লোকদের আশ্রয় দেওয়া হয়। যারা রাস্তায় বাস করে এবং ঠাণ্ডায় যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারা এসব জায়গায় আশ্রয় নেয়। আশ্রয়কেন্দ্রগুলোতে যারা আশ্রয় চায়, তাদের জন্য কম্বল, বিছানা, গরম পানি এবং খাবারের ব্যবস্থা থাকে।