শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৪

শেয়ার করুনঃ
শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানায় দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পানির স্তর বাড়তে থাকায় মানুষ বাড়ির ছাদে আটকা পড়েছে, ভূমিধসে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। কয়েকটি এলাকায় মোবাইল ফোন পরিষেবাও বন্ধ রয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, নিউজিল্যান্ডবাসীর জন্য এটি একটি ভয়াবহ রাত গেছে, বিশেষ করে উত্তর অঞ্চলে… অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন এবং দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের সামলাতে জরুরি পরিষেবাগুলো লড়াই করছে। এ অবস্থায় জরুরি অবস্থা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকঅ্যানাল্টি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছয়টি অঞ্চলে আরও সহায়তা পৌঁছাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি একটি নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ, যা নর্থ আইল্যান্ডের বেশির ভাগ অংশে ব্যাপক প্রভাব ফেলছে। এ কারণে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে, রাস্তা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।ম্যাকঅ্যানাল্টি বলেন, গত রাতে আসা আবহাওয়ার প্রতিবেদনগুলো গভীর উদ্বেগজনক।হিপকিন্স বলেন, ঘূর্ণিঝড়ে কতজন বাস্তুচ্যুত বা আহত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। এ ছাড়া নিহতের বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ড. ইউনূসকে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

ড. ইউনূসকে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে “কথা বলার ক্ষেত্রে সংযত থাকার” আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তিনি অধ্যাপক ইউনূসকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রাজনাথ সিং আরও জানান, ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম,

অবৈধ প্রবাসীদের জন্য সুযোগ, সৌদিতে সেলফ-ডিপোর্টেশন চালু

অবৈধ প্রবাসীদের জন্য সুযোগ, সৌদিতে সেলফ-ডিপোর্টেশন চালু

সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরা এখন থেকে আরও সহজে নিজ দেশে ফিরতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফেরার জটিলতা ও দীর্ঘ প্রশাসনিক পদ্ধতির অবসান ঘটাতে চালু হচ্ছে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ‘ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫’-এ এই তথ্য জানানো হয়। এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিজ পরিচয়, অবস্থান এবং যাতায়াত সংক্রান্ত সকল

পাকিস্তান-আফগানিস্তান আলোচনা স্থগিত, উত্তেজনা বাড়ার আশঙ্কা

পাকিস্তান-আফগানিস্তান আলোচনা স্থগিত, উত্তেজনা বাড়ার আশঙ্কা

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান কূটনৈতিক আলোচনাগুলো স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (৭ নভেম্বর) তিনি বলেন, আলোচনার কোনো নতুন তারিখ নির্ধারণ হয়নি এবং পুরো প্রক্রিয়া এখন অচল অবস্থায় রয়েছে। জিও নিউজ ও ডনের তথ্য মতে, দুই দেশের মাঝে কয়েকদফা প্রাণঘাতী হামলার ঘটনায় উত্তেজনা বাড়ার পর এই আলোচনা শুরু হয়েছিল। গত মাসে সংঘটিত সীমান্ত হামলার পর থেকেই ইসলামাবাদ

ট্রাম্পের স্বীকারোক্তি: ইরানে প্রথম হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল

ট্রাম্পের স্বীকারোক্তি: ইরানে প্রথম হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল

ইরানে ইসরায়েলের প্রথম হামলার দায় এবার সরাসরি স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি আগের সেই সরকারি বক্তব্যের বিরোধিতা করলেন, যেখানে বলা হয়েছিল—ইসরায়েল সম্পূর্ণ নিজ উদ্যোগে আক্রমণ চালায়। এই মন্তব্য মার্কিন পররাষ্ট্র নীতির সাম্প্রতিক ধারায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "ইসরায়েল প্রথমে আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের সময় আমি

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগি: মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগি: মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ফিলিপাইনের সেবু প্রদেশ ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবের কারণে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রদেশটির সরকারি মুখপাত্র রোন রামোস জানান, প্রাদেশিক রাজধানীর মেট্রো এলাকার লিলোয়ান শহরের বন্যা কবলিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেবু প্রদেশে মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে। পুলিশ কর্মকর্তা স্টিফেন পোলিনার জানান, নেগ্রোস দ্বীপে টানা বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জন