রাশিয়ান তেলের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিতে হবে :জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ ০১:১০ অপরাহ্ন
রাশিয়ান তেলের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিতে হবে :জেলেনস্কি

রাশিয়ার ওপর আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার বিরুদ্ধে এসব পদক্ষেপ অপর্যাপ্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।


নিজের সর্বশেষ ভিডিওতে পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে এবং রাশিয়ান তেলের ব্যবহার বয়কট করার আহ্বান জানান জেলেনস্কি।তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে দেশগুলো একমত হতে ব্যর্থ হওয়ায় ইউক্রেনের জনগণকে জীবন দিতে হচ্ছে।


বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়া। দেশটির অর্ধেকেরও বেশি তেল রপ্তানি হয় ইউরোপে।যুক্তরাজ্যের মোট তেলের চাহিদার ৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে চাহিদার ৩ শতাংশ রাশিয়া থেকে আমদানি করতে হয়।


জেলেনস্কি বলেন, ক্রেমলিন তেল রপ্তানি থেকে এত বেশি আয় করছে যে তারা শান্তি আলোচনাকে গুরুত্বসহ নেওয়ার প্রয়োজন বোধ করছে না।তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ান ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত।