সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজাক গুরনাহ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই অক্টোবর ২০২১ ০৬:২৩ অপরাহ্ন
সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজাক গুরনাহ

চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। ঔপনিবেশিকতার প্রভাব ও উপসাগরীয় অঞ্চলে শরণার্থীদের ভাগ্য সাহিত্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার স্বীকৃতিসরূপ এই কথাসাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে গুরনাহ’র নাম ঘোষণা করে। গত বছর মার্কিন কবি ও প্রাবন্ধিক লুসি গ্লুক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।


সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।


তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান। পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার পদার্থে নোবেল পেয়েছেন তিনজন।


তারা হলেন যুক্তরাষ্ট্রের শুকরো মানাবে, জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও প্যারিসি। আমাদের জটিল ফিজিক্যাল সিস্টেমে অনবদ্য অবদান রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।


গতকাল বুধবার (৬ অক্টোবর) রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।


আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।