বিমান ছিনতাই নিয়ে মত পাল্টালো ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ০৮:৪৭ অপরাহ্ন
বিমান ছিনতাই নিয়ে মত পাল্টালো ইউক্রেন

অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ।


সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। 


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইউক্রেনের কোনো বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।


এর আগে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।



এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে জানায়, ইউক্রেনের একটি বিমান গতকাল কাবুল থেকে মাশহাদে অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে।