রিয়েলমি বাজারে আনছে তাক লাগানো ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে আগস্ট ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ন
রিয়েলমি বাজারে আনছে তাক লাগানো ফোন

বাজারে আসার অল্প দিনেই রিয়েলমি শক্ত জায়গা করে নিয়েছে। মূলত সাশ্রয়ী দামে চকমপ্রদ ডিজাইনে ফোন সরবরাহ করে চীনের প্রতিষ্ঠানটি। এবার নয়া চমক নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। আনছে রিয়েলমি এক্স ৭ প্রো মডেল। লঞ্চের আগেই প্রকাশ্যে এসে গেল এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন। চীনে ১ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনের। এই ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে।

সম্প্রতি চিনের উইবোতে প্রকাশিত তথ্য অনুযায়ী ফোনটিতে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ২.৬ গিগাহার্জের প্রসেসরের সঙ্গে থাকতে পারে হোল পাঞ্চ ডিজাইন।ফোনটির পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল ও একটি ৮ মেগাপিক্সেল এবং দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটির ওজন ১৮৪ গ্রামের মতো হতে পারে। ফোনটি উপলব্ধ হতে পারে কালো, সাদা ও বেগুনি এই তিনটি রঙে।ফোনটির স্ক্রিনের মধ্যেই থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড ১০ এর সুবিধা মিলতে পারে এই ফোনে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমসহ বাজারে আসতে পারে এই ফোন।