প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১৯:২১
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল এখন ২ ট্রিলিয়ন ডলারের কোম্পানি। ২০১৮ সালে ১ ট্রিলিয়ন ডলার শেয়ার বাজারমূল্য ছিল অ্যাপলের। ঠিক দু'বছর পর কোম্পানিটি এখন ২ ট্রিলিয়ন ডলারের মালিক। এতে করে মার্কিন এ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্ব পুজিবাজারের শীর্ষে অবস্থান করছে।
আর সে কারণেই সৌদি আরামকো কোম্পানিকে পেছনে ফেলে সবচেয়ে ধনী কোম্পানি হিসেবে ১ নম্বর অবস্থানে উঠে এসেছে। শুধুমাত্র ২০২০ সালে অ্যাপলের স্টক বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। এদিকে, চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে অ্যাপল।
মার্কিন ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসার পথ বন্ধ হওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলছে অ্যাপলকে। পশ্চিমা কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল একমাত্র ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান যাদের ২০ শতাংশ লাভ আসে চীন থেকে।