১৩ মিনিটেই ফুল চার্জ মোবাইল!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০১৯ ১২:৩১ অপরাহ্ন
১৩ মিনিটেই ফুল চার্জ মোবাইল!

ফাস্ট চার্জিং-এর প্রযুক্তি এখন প্রায় সব ফোনেই। কিন্তু ১৩ মিনিটে ফুল চার্জ? কিভাবে সম্ভব! সম্প্রতি চীনের সাংহাইয়ের মোবাইল কংগ্রেসে এমনই অভিনব চার্জিংয়ের খবর দিলো ভিভো। ভিভোর দাবি, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০ ভাগ চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো।

মোবাইল কংগ্রেসে সবার নজর কাড়ে ভিভো। নতুন এই সুপার ফ্যাশচার্জ প্রযুক্তির প্রকাশের দিকেই ছিল সবার নজর। ভিভোর দাবি, ৪০০০mAh ব্যাটারি চার্জ দেওয়া যাবে এই প্রযুক্তিতে। তাদের বিশেষজ্ঞ দল ১২০ ওয়াট চার্জার ব্যবহার করেই এই অসাধ্য সাধন করেছে। তবে এই বিশেষ চার্জিং প্রযুক্তি কোন ফোনে ব্যবহার করা হবে তা নিয়ে এখনই মুখ খুলনি ভিভো।

ইনিউজ ৭১/এম.আর