ছাত্রলীগের সন্ত্রাসের বিচার দাবিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি শনিবার

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
ছাত্রলীগের সন্ত্রাসের বিচার দাবিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে শনিবার (১৮ জানুয়ারি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে। দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এই কর্মসূচি শুরু হবে। 


ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন। তারা দলীয় নেতাকর্মীসহ দেশের সকল ছাত্রসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। 


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা দোষীদের বিচার দাবিতে এই কর্মসূচি পালিত হবে। 


ছাত্রদলের নেতারা দাবি করেছেন, ছাত্রলীগের হাতে বহু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে, যাদের অধিকাংশের বিচার এখনো হয়নি। সরকারের সমর্থনে এই সন্ত্রাসীদের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। তারা আরো বলেন, এই কর্মসূচি শুধুমাত্র ছাত্রদলের নয়, বরং দেশের সকল নির্যাতিত ছাত্রসমাজের অধিকার আদায়ের লড়াই। 


গত বছরের ৩১ জুলাই ছাত্র আন্দোলনকারীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে হামলা চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হওয়া সেই কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং আন্দোলনকারীদের আটক করে। সেই ঘটনার বিচার দাবি করেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। 


তারা মনে করেন, এই ধরনের কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলেন, ছাত্রসমাজের ঐক্য এবং প্রতিবাদই দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। 


ছাত্রদল নেতারা দাবি করেছেন, সরকারের ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সকল শিক্ষার্থীকে প্রতিবাদী হতে হবে। 


‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছাত্রদলকে নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। তারা আশাবাদী, এই কর্মসূচি সরকারকে ন্যায়বিচারের পথে এগিয়ে আসতে বাধ্য করবে।