আশাশুনি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নোমান হোসেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি সিআইডির ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে আশাশুনি থানা তার প্রথম কর্মস্থল।
নবাগত ওসি নোমান হোসেনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভায়। চাকুরী করার পাশাপাশি তিনি একজন সাহিত্য ও সংস্কৃতি প্রেমি মানুষ। ইতোমধ্যে তার লেখা বই প্রকাশিত হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।