ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। গত শনিবার (২৩ নভেম্বর) বিকালে অন্নদা হাই স্কুল মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের মীমাংসায় আজ (২৫ নভেম্বর) বিকেল ৪টায় সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে তরুণ দলের কর্মীসভা আয়োজন করা হয়। সভায় তরুণ দলের নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উত্তেজনা বাড়ে। কর্মীসভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম কমিটি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এই উত্তেজনার প্রেক্ষিতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এবং সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান দুই পক্ষকে আলোচনায় বসার উদ্যোগ নেন। সোমবার বিকেলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সদর ইউপি বিএনপির সভাপতি মো. কাজল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।
এছাড়াও আলোচনায় অংশ নেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হয় এবং তরুণ দলের কমিটি গঠনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয় পক্ষ সম্মত হয়। এলাকার জনগণ এই শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।