এশিয়ায় প্রথম টায়ার অ্যাপস ‘রূপসা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৫ই ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন
এশিয়ায় প্রথম টায়ার অ্যাপস ‘রূপসা’

গত একদশকে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। আইফোনের অ্যাপস্টোর আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে চালু হয় ২০০৮ সালে। এবারে বাংলাদেশে চালু হলো এশিয়ার টায়ার সংক্রান্ত প্রথম অ্যাপস। এটি বাজারে এনেছে দেশীয় টায়ার উৎপাদনকারী শিল্প গ্রুপ রূপসা টায়ার।


রূপসা টায়ারের এই অ্যাপসটি এন্ড্রোয়েড এর যেকোনো স্মার্টফোন থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এতে পাওয়া যাবে তাদের টায়ার সংক্রান্ত যেকোনো তথ্য, নতুন পণ্যের আপডেট দাম। এছাড়া অ্যাপস ব্যবহার করে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলা যাবে মেসেজের মাধ্যমে। একইসাথে অভিযোগ কিংবা প্রতিক্রিয়া জানাতে পারবেন।এতে আছে নিউজ সেকশন যেখানে দেশ বিদেশের টায়ার সংক্রান্ত সব নিউজও পাওয়া যাবে এক জায়গায়।


রূপসা টায়ার এন্ড কেমিক্যাল কোম্পানীর আইটি ম্যানেজার ইউসুফ জামিল বলেন, আমাদের কাস্টমার এবং সম্ভাব্য কাস্টমারসহ এ বিষয়ে উৎসাহী যে কাউকে আরো সহজ এবং দ্রুত সার্ভিস দিতেই এই অ্যাপস এর যাত্রা শুরু।এটি নিয়ে ২০২২ সালে আমাদের আরো বেশি কাজ করার চেষ্টা থাকবে। যাতে যে কেউ এই অ্যাপসটি থেকে সবধরণের সহায়তা পেতে পারেন নিমিষেই।