সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক মাদক কারবারি

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ১৯৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শপিং ব্যাগে লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।  


র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সূত্রে তার মাদক ব্যবসার তথ্য পাওয়ার পর র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে ধরে ফেলে। ইয়াবা ট্যাবলেটগুলো বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।  


আটক হওয়া ব্যক্তির নাম মো. মঞ্জুর আলম (৩৪), তিনি সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের বাসিন্দা এবং মৃত ইউনুস আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  


র‌্যাব আরও জানায়, মঞ্জুর আলম দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে মাদক কেনাবেচা করতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল অবলম্বন করতেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তার পরিকল্পনা ব্যর্থ হয়।  


গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। র‌্যাব জানিয়েছে, তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে কাজ চলছে এবং শিগগিরই আরও অভিযান পরিচালনা করা হবে।  


এ বিষয়ে র‌্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  


র‌্যাব-১২ মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।