নওগাঁয় যাকাত-ফিতরা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০৭:৪২ অপরাহ্ন
নওগাঁয় যাকাত-ফিতরা নির্ধারণ

নওগাঁ ও পার্শবর্তী এলাকার জন্য ১৪ শ ৪৬ হিজরির জন্য যাকাত ও ফিতরা নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি ১০০ টাকা ও শতকরা আড়াই টাকা হিসেবে যাকাত দিতে হবে। নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির বৈঠকে এই সিন্ধান্ত হয়েছে আজ জানিয়েছেন সংগঠনের সভাপতি আ ন ম আকরাম হোসাইন।


 


তিনি বলেন, প্রতিকেজি ৫০ টাকা ডিহসেবে দুই কেজি গমের মূল্যের সম পরিমান হিসেবে ১০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বাৎসরিক আয়ের সাড়ে ৫২ তোলা রুপার মূল্য হিসেবে এক লাখ ১০ হাজার টাকা উদ্বৃত্ত্ব থাকলে শতকরা আড়াই টাকা যাকাত নির্ধারণ করা হয়েছে।


 


ইসলামী শরিয়াহ মতে মুসলিমরা সামর্থ অনুযায়ী যাকাত ও ফিতরা গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন।