সরাইল ভোট কেন্দ্রে দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৮ই মে ২০২৪ ০২:৩৮ অপরাহ্ন
সরাইল ভোট কেন্দ্রে দুই যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সরাইল উপজেলার ৩২ নং কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি শাকির মিয়া (৩৯) কে  ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।একই কেন্দ্রে অপর একজন পুলিং এজেন্ট  মো: হৃদয় মিয়া (২৮) ভোটারদের একটি নির্দিষ্ট মার্কায় ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। 


আটককৃত ব্যাক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার  (৮ মে) সকালে ওই ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া দুই যুবকের কারাদণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।