নরসিংদীতে ২টি ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৮শে মে ২০২২ ০৬:৩৯ অপরাহ্ন
নরসিংদীতে ২টি ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা

সরকারি নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার নিদের্শনার অংশ হিসেবে নরসিংদীতেও জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে নরসিংদী সদর উপজেলায় আর ডিসি শ্যামল বসাক ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আবু কাউসার সুমনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।


এসময় নিবন্ধন না থাকায় শহরের বাসাইল এলাকায় অবস্থিত নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টার ও নরসিংদী ডায়াগনেস্টিক সেন্টার নামে ২টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়।


ডা. আবু কাউসার সুমন জানান, নরসিংদীর ছয়টি উপজেলায় ৪০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার রয়েছে।


আজকে ও আগামীকাল মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অনিবন্ধিত প্রতিষ্ঠানকে সীলগালা করা হবে।