মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ আনল ইনসেপ্টা

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৭:৩০ অপরাহ্ন
মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ আনল ইনসেপ্টা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস করোনাভাইরাসের চিকিৎসার জন্য ফাইজারের মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে। ওষুধটি জুপিটাভির নামে বাংলাদেশে বাজারজাতও শুরু হয়েছে।


বুধবার (১৯ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনসেপ্টা।


এতে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ওষুধটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। গত ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) করোনাভাইরাসের চিকিৎসার জন্য মুখে খাওয়ার প্রথম ওষুধ হিসেবে এ অ্যান্টিভাইরাল ওষুধটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।


ইনসেপ্টা জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধে এ ওষুধটি প্রায় ৯০ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে। একই সঙ্গে এটি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর।


জানা গেছে, ওষুধটি চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক সেবন করতে হবে। করোনার উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওষুধটি সেবন শুরু করতে হবে।