বিএনপির আন্দোলন শুরুই হয়নি, সরকার টের পায়নি: দুদু

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮ অপরাহ্ন
বিএনপির আন্দোলন শুরুই হয়নি, সরকার টের পায়নি: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চলতি বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখনো শুরু হয়নি, কেবল কয়েকটি জনসভা হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


ড. ইউনুসকে উদ্দেশ করে দুদু বলেন, আপনি মর্যাদাসম্পন্ন ব্যক্তি, আপনাকে সম্মান করি, কিন্তু সরকারপন্থীদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, একইভাবে বিদায় দিতে চাই।  


তিনি বলেন, বিএনপির আন্দোলন কেবল শুরু হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের তরুণরা রাস্তায় নেমেছে, কিন্তু এত সহজেই কিছু পরিবর্তন হয় না। বিএনপি রাজপথে নামলে পরিস্থিতি বদলে যাবে।  


সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। হাজার হাজার মানুষ হত্যার দায়ে তাকে জবাবদিহি করতে হবে। তিনি দাবি করেন, দেশের ব্যাংকগুলোতে টাকা নেই, অথচ ক্ষমতাসীন দলের লোকজন শত শত কোটি টাকার মালিক হয়েছে।  


তিনি শেখ হাসিনার পরিবারকে দুর্নীতির জন্য অভিযুক্ত করে বলেন, তাদের বিচার হবেই। দেশের অর্থনীতি ধ্বংসের জন্য তারা দায়ী। সাধারণ মানুষ আজ চরম দুর্দশায় পড়েছে, সবকিছুর দাম আকাশছোঁয়া।  


জনসভায় বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন। তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে।  


বক্তারা আরো বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করবে। তারা দাবি করেন, জনগণের সমর্থন বিএনপির সঙ্গে রয়েছে এবং আসন্ন আন্দোলন হবে চূড়ান্ত রূপের।  


বিএনপি নেতারা বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, অন্যথায় জনগণের আন্দোলন সরকারকে টেনে নামাবে।